নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও আ.লীগের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১১ নভেম্বর) থানায় মামলা হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পার-বাগডোব গ্রামের আব্দুল খালেকের ছেলে নাসির উদ্দিন ও নাজমুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাগডোব গ্রামের সেল মাহমুদের ছেলে শাহজাহান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, পরকীয়া প্রেমকে কেন্দ্র করে পার-বাগডোব গ্রামের আ.লীগ কর্মী জামাল হোসেনের সঙ্গে একই গ্রামের বিএনপি কর্মী মোজাহার আলীর দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্টের পর জামাল হোসেন আত্মগোপনে ছিলেন।
গত রোববার রাতে জামাল বাগডোব বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় দেখতে পেয়ে মোজাহার তার পথরোধ করে তর্কে লিপ্ত হন। এক পর্যায়ে মোজাহারের ভাতিজা নাজমুল ও নাসিরুল জামালকে মারপিট করেন।
বিষয়টি জানাজানি হলে সেলিম ও মাহাবুলের নেতৃত্বে স্থানীয় আ.লীগ কর্মীরা মোজাহারের পান আড়তে হামলা চালান। পরে খবর পেয়ে বিএনপিরও অর্ধ শতাধিক কর্মী সেখানে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মোজাহার আলী বাদী হয়ে মামলা করেছেন। সংঘর্ষে দুই দলের লোক জড়িত থাকলেও এটি ব্যক্তিগত দ্বন্দ্ব বলেই জেনেছি।
টিএইচ